আর কত লাশ দরকার ?
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:৪৫:৩৩ সন্ধ্যা

সাভারে রানা প্লাজায় সর্বকালের মহা বিপর্যয় নেমে এসেছে।এখানে এখন পর্যন্ত একশত জন এর অধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আটশত থেকে একহাজার গুরুতর আহতকে উদ্ধার করা হয়েছে। আরো অসংখ্য লোক ভেঙ্গে পড়া ভবনের নিচে আটকা পড়ে আছে। আরো কত লাশ উদ্ধার হবে আল্লাহ মালুম।কিন্তু আজ আমাদের হাজার লক্ষ বার প্রশ্ন আর কত লাশ দরকার?পিলখানা ট্রাজেডিতে ৭৪ জন চৌকস সেনা সদস্য নিহত হয়েছে।নীমতলিতে ভয়াবহ আগুনের লেলিহান সীখায় পুড়ে কয়লা হয়েছে আরো ১২৪ জন নিরীহ হত দরিদ্র শ্রমিক।মিরস্বরাইতে মাটি চাপা পড়ে মারা গেছে আরো ৪৮ জন দরিদ্র জনতা। যাদের অন্য কোথাও মাথা গোছার ঠাইঁ ছিলনা। তাজরীন ফ্যাশন গার্মেন্টে আগুনে পুড়ে মারা গেছে আরো ১৫৮ জন দরিদ্র গার্মেন্টস্ শ্রমিক। আমরা এখনো শুনিনি ঐ গার্মেন্টসের মালিকদের কেমন সাজা হয়েছে। নির্মান ত্রুটির কারনে চট্রগ্রামে ফ্লাইওভার ধসে পথচারিসহ ২৫ জন মানুষ মারা গেছে। ২৮ শে ফ্রেবুয়ারী থেকে এই পর্যন্ত ২০০ এর অধিক নিরিহ স্বধীন বাংলাদেশের মানুষ পুলিশের গুলিতে গনহত্যার শিকার হয়েছে। আশংখা করা হচ্ছে এর পরিমান আরো কত হয় তা ভবিষত বলে দেবে....। আর আজ রানা প্লাজায় ১০০ এর অধিক মানুষ এর লাশ উদ্ধার করা করা হয়েছে। আরো অসংখ মানুষ ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে আছে।প্রকৃত পক্ষে একটা মানুবিক বিপর্যয় দেখা দিয়েছে। কনক্রিডের ভিতরে আটকা পড়ে অসংখ্য মানুষ হারাকার করছে। বাচাঁর তাগিদে আত্নচিৎকার করছে।ঠিক সেই রকম ভাবে আজ সারা বাংলাদেশের মনুষ আত্নচিৎকার করছে। এখন কি কেউ আসবে তাদের বাচাঁর জন্য.........?
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন